manobkantha

বেনাপোলে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেনাপোলে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদক, নারী ও শিশু পাচার এবং চোরাচালান প্রতিরোধে বেনাপোল ও শার্শায় কর্মরত সাংবাদিকদের সাথে বিজিবির মত বিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল বাজার বিজিবি ক্যাম্পে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জালাল গনি খাঁন, রিজিয়ন কমান্ডার দক্ষিন-পশ্চিম যশোর। এসময় তিনি সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আলোচনা করে তাদের সহযোগিতা কামনা করেন।

মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ৪৯বিজিবির কর্মান্ডিং অফিসার লে. কর্ণেল সেলিম রেজা, কর্ণেল মোঃ আরশাদ আলী, সেক্টর কমান্ডার খুলনা, মোঃ নজরুল ইসলাম উপ-অধিনায়ক ৪৯বিজিবি, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহসিন মিলন, সহ-সভাপতি জামাল হোসেন, বকুল মাহবুব, সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাশু, বেনাপোল রিপোর্টার্স ইউনিটির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হাসান প্রমুখ।

মানবকণ্ঠ/এসকে