manobkantha

ডিএমপিতে যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার পদে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।

গত ২ জানুয়ারি, ২০২০ তারিখ ওই কার্যালয় আদেশ থেকে জানা যায়, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মঈনুল হক বিপিএম (বার), পিপিএম কে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপি কমিশনার স্বাক্ষরিত অপর এক আদেশে উপ-পুলিশ কমিশনার টুটুল চক্রবর্তী বিপিএম-সেবা কে পিওএম-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

মানবকণ্ঠ/এইচকে 

দেখুন: