manobkantha

সাভারে লরি চাপায় লেগুনা চালক নিহত

সাভারের আমিনবাজারে লরি চাপায় এক লেগুনা চালক নিহত হয়েছেন।

সোমবার (০৩ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের মমতাজ ফিলিং স্টেশনের সামনে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় লড়ি ও চালক মিন্টু মিয়াকে আটক করেছে পুলিশ।

নিহতের নাম রাজু আহম্মেদ (৪২)। তিনি বরিশাল জেলার বালিয়াপাড়া থানার ইন্দের হাওলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে। পেশায় তিনি লেগুনা চালক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে তিনি তার লেগুনা মমতাজ ফিলিং স্টেশনের সামনে রেখে দোকানের উদ্দেশ্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী দ্রুতগতির প্রিমিয়ার সিমেন্টের একটি লড়ি তাকে চাপা দেয়।পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বলেন, লড়ি ও চালককে আটক করা হয়েছে। সেই সাথে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছে নিহতের স্ত্রী।

মানবকণ্ঠ/এআইএস