
দুই মাস ধরে বন্ধ হয়ে আছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদন সার্ভার ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ইসিপিএস)। দীর্ঘসময় ধরে অকেজো থাকায় থমকে আছে নকশা অনুমোদন থেকে শুরু করে ভূমি ব্যবহারের ছাড়পত্র দেওয়ার কাজ।
এতে জনদুর্ভোগের পাশাপাশি সরকারও বঞ্চিত হচ্ছে রাজস্ব আদায় থেকে। এদিকে, দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে রাজউক।
গত ১৯ মে হ্যাক হয় রাজউকের ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম সার্ভার। এ ঘটনায় দুই জন গ্রেপ্তার হলেও চালু করা সম্ভব হয়নি সার্ভারটি। এরপর থেকেই বন্ধ আছে জমির ছাড়পত্র সনদ দেওয়ার সেবা। পাস হচ্ছে না বাড়ি তৈরির প্ল্যানও। ফলে সেবা প্রার্থীরা পড়ছেন ভোগান্তিতে।
বিষয়টি স্বীকার করে রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এক সপ্তাহের মধ্যে সার্ভার সচল করার আশ্বাস দেন। তিনি জানান, জনবল সংকটে সমস্যা সমাধানে দেরি হচ্ছে। কোনো কারণে সচল না হলে সনাতন পদ্ধতিতে কাজ শুরু করা হবে।
রাজউকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা নিশ্চিতে আরও সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
Comments