Image description

কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি কন্টেইনার ট্রেলার উল্টে গিয়ে প্রায় ৫ ঘন্টা যাবৎ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। রোববার সকাল সাড়ে ৫ টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ি মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ভোর থেকেই সড়কে আটকে পড়ে শত শত যাত্রী ও পরিবহন।

পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভারী কন্টেইনার ট্রেলার মহাসড়কে উল্টে পড়লে সড়ক‌টি সম্পূর্ণ বন্ধ হ‌য়ে যায়। এতে মুহূর্তেই উভয় পাশে আটকে যায় অসংখ্য যানবাহন। ঘটনার পরপরই মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে কিন্ত সড়ক জু‌ড়ে প‌ড়ে থাকায় ট্রেলার‌টি সরা‌নো ছাড়া অন‌্য পথ ছিল না।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী জু‌য়েল শা‌হরিয়ার জানান, “সকালবেলা আমরা হঠাৎ দেখি মহাসড়ক জু‌রে আড়াআ‌ড়ি ভা‌বে বিশাল কন্টেইনার উল্টে প‌ড়ে আছে। এরপরে একের পর এক গাড়ি আটকে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ যানজট তৈরি হয়।”

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, “ জ‌্যা‌মের কা‌রনে অনেক এইচ এস‌সি পরীক্ষার্থী গা‌ড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। ট্রেলারটি সরানোর জন্য প্রথমে ছোট ক্রেন আনা হলেও তা ব্যর্থ হয়। পরে প্রায় চার ঘণ্টা পর আরও একটি ভারী ক্রেন এনে কন্টেইনারটি সড়কের এক পাশে সরিয়ে রাখা হয়। এ‌তে দীর্ঘ ৫ ঘন্টা পর যান চলাচল স্বাভা‌বিক হয়।"

এ বিষয়ে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরভেজ আলী বলেন, “আমরা সকাল ৬টায় দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে এসে দেখি প্রায় ৪৫ টন ওজনের একটি কন্টেইনার ট্রেলার উল্টে পুরু সড়ক জু‌ড়ে পড়ে আছে। একে সরাতে দুই‌টি ক্রেনের সাহা‌য্যে দীর্ঘ সময় ধ‌রে চেষ্টা কর‌ছি । ধারণা করছি, চালক ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।”