
কুমিল্লা হোমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। রোববার (২০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোয়ারিয়াভাঙ্গা ও ডুমুরিয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ টাকা অটো ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পরে। মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে যায় মারামারি করার জন্য। একপর্যায়ে উভয় গ্রামের লোকজন ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে গোয়ারিয়াভাঙ্গা ও ডুমুরিয়া উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দিনব্যাপি সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের কেউ হতাহত হয়নি।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, উভয় গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা জানতে পেরে আমি নিজেই ঘটনাস্থলে যাই। জীবনের ঝুঁকি নিয়ে উভয়কেই নিবরিত করি এবং সান্তনা দেই উপযুক্ত বিচার করা হবে বলে। পরবর্তীতে গ্রামবাসীরা যার যার গ্রামে চলে যায়। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
Comments