বারহাট্টায় বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাজু মিয়ার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। রবিবার (২০ জুলাই) বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ ঘটনাস্থলে গিয়ে নৌকার মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেন।
স্থানীয় সূত্রে সূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজু মিয়া দীর্ঘদিন ধরে সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুড়া পাইলট প্রকল্পে অবৈধভাবে বালু সরবরাহ করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বলু বোঝাই নৌকা আটক করেন। এই সময় ড্রেজারসহ নৌকা ও ড্রেজার মালিক রইজ উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে নৌকার মালিক রইছ উদ্দিন বলেন, সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজু ভাইয়ের কথায় আমি বালু দিতে এসেছি। এখন বিপদের সময় আমাকে একা রেখে মাজু ভাই চলে গেছেন।
পাইলট প্রকল্পে অবৈধভাবে বালু সরবরাহের বিষয়টি জানতে সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজুর ব্যক্তিগত ফোনে কল দিলে সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোন কেটে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শামীমা আফরোজ মারলিজ জানান, আমরা খবর পেয়েছি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ঘটনাস্থলে এসে আমরা বালু বোঝাই নৌকা পেয়েছি। এরপর তাত্ক্ষণিক অভিযুক্ত ব্যাক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছি।অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
Comments