Image description

বাংলাদেশ খেলাফাত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক বলেছেন, বর্তমান সরকারের হায়াত ফুরিয়ে আসছে। দ্রুত কাঙ্খিত সংস্কার শুরু করুন। সরকারের প্রথম অঙ্গিকার জাতীর কাঙ্খিত সংস্কার। দুঃখের সাথে বলতে হয় এখন পর্যন্ত আমরা কাঙ্খিত সংস্কার দেখতে পাইনি। 

শনিবার (১৯ জুলাই) রাতে লালমনিরহাটের পাটগ্রামে উপজেলায় এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করবেন। তা এ দেশের মানুষ মেনে নিবে না। আমরা তা করতে দিব না। আপনারা কাদিয়ানীদের প্রতিষ্ঠা করতে এ দেশে সমকামিতা প্রতষ্ঠার চেষ্টা করলে এ দেশের সকল ধর্মের মানুষ তা প্রতিহত করবে। আমরা জেগে আছি, আপনারাও জেগে থাকুন। আপনারা জেগে থাকলে বাংলাদেশ জেগে থাকবে। 

মামুনুল হক বলেন, ২০০৯ সালের পিলখানার হত্যাকান্ড, ১৩ সালের শাপলা চত্ত্বরের হত্যাকান্ড,২১ সালের হেঢাজত হত্যাকান্ড, ২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্রজনতার উপর পরিচালিক গণ হত্যাকান্ডে জড়িত খুনি হাসিনা ও তার দোসর মন্ত্রী পরিষদের সদস্য এবং শীর্ষ স্থানীয় সরকারী কর্মকর্তাদের দৃষ্ঠান্ত মুলক  বিচার। এর দৃশ্যমান বিচার দেশের মানুষ দেখতে চায়। এরপর তৃতীয় সংস্কার হচ্ছে অবাদ নিরপেক্ষ গ্রহযোগ্য ক্রোয়দশ জাতীয় নির্বাচন। 

মামুনুল হক বলেন, হাসিনার পতনের পরে তার দোসররা দেশের সংখ্যালঘদের উপর নির্যাতন ও অত্যাচার শুরু করলে হেফাজতের কর্মীরা দেশের সকল মন্দির গির্জা প্যাগোডা পাহারা দিয়েছে। 

মামুনুল হক আরো বলেন, খেলাফাত মজলিস আগামী সংসদ নির্বাচনের জন্য সারাদেশে মনোনায়ন দিয়েছে। সারা দেশের মানুষ তার পছন্দের খেলাফত প্রতিষঠায় পছন্দের খেলাফত নেতাকে নির্বাচিত করবে। 

আগামী নির্বাচনে খেলফত মজলিসের পতাকা তলে থাকার আহবান জানান দলটির চেয়ারম্যান আল্লামা মমিনুল হক। 

এ সময় বক্তব‌্য রাখেন খেলফত মজলিস লালমনিরহাট জেলা সভাপতি মাওলনা ইব্রাহীম খলিল, সহ সভাপতি মাওলনা আবু বক্কর সিদ্দিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে গাইবান্ধা ও কুড়িগ্রামে সফর করে লালমনিরহাটের পাটগ্রামে গণসমাবেশে যোগদান করেন।