Image description

রাঙমাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)'র জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুর ১টায় শহরের শিল্পকলা একাডেমি হতে বনরুপা পুলিশ বক্সের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম,সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন সহ দলটির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দরা।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। বাঙালী জাতীয়তাবাদের নামে অবাঙালী জনগোষ্ঠীর সাথে বিরোধ করে রাখা হয়েছে। ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ইসলামের সাথে অন্য ধর্মের বিরোধ করে রাখা হয়েছে। আমরা সকল জাতিগোষ্ঠীকে সমমর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চায়। এমএন লারমা ৭২ এর সংবিধানের বিরোধিতা করেছিলেন। আমরা এ সংবিধানকে বাদ দিয়ে এমন একটি সংবিধান তৈরি করতে চায় যেখানে সবার অধিকার থাকবে। তিনি আরো বলেন, পাহাড়ী জনগোষ্ঠী যেমন ভূমির অধিকার নিয়ে লড়াই করছে, তেমনি বাঙালীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। উভয় জনগোষ্ঠী এখানে অধিকারহীন আমাদের একসাথে লড়াই করতে হবে।

বক্তব্যে সার্জিস আলম বলেন, পাহাড় পানিশমেন্ট পোস্টিং এর জায়গা হতে পারে না। দূর্নীতিবাজদের আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। তিমি বলেন, ভূল হলে আমরা সংশোধন করে নিবো। কথার সাথে কথার লড়াই হতে পারে তবে মঞ্চ ভেঙে দেয়া, ব্যানার পুড়িয়ে ফেলা, গায়ে হাত দেয়া লড়াই হতে পারে না। তিনি বলেন, আমরা সম্প্রতি ও সৌহার্দ্যের রাজনীতি চায়।

এদিকে এনসিপির সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বনরুপা পৌছালে পুলিশ তাদের বাধা দেয়। এসময় এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে দলটির নেতাকর্মীরা।