Image description

নীলফামারীর কিশোগঞ্জে ভিসা প্রতারক সেলিম মিয়াকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার বিকেলে (১৯ জুলাই) কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সে একই ইউনিয়নের নিতাই কাছারীপাড়া এলাকার মৃত. ফকির উদ্দিনের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সালমান তারেক রিফাত। সেলিম মিয়া একজন ভিসা প্রতারক। অসহায় মানুষদের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তার সেলিমের বিরুদ্ধে একটি মামলা রয়েছে থানায়। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।