
খুলনায় ঘরে তৈরি বিষাক্ত মদ পানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় কথিত হোমিও চিকিৎসক শেখ মোসলেম আলীকে (৭৮) গ্রেফতার করেছেন পুলিশ। শনিবার (১৯ জুলাই) গভীর রাতে নগরীর রায়ের মহল মালেক সড়কের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, মোসলেম আলী মাতৃশোধন হোমিও ফার্মেসির আড়ালে এলকোলি মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি মিশিয়ে মদ তৈরি করতেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক জানান, গত বৃহস্পতিবার আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগরের একটি ঘেরে কয়েকজন এই মদ পান করেন। অসুস্থ হয়ে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাতে একজন এবং শনিবার আরও চারজনের মৃত্যু হয়।
মৃতরা হলেন— খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় গেট এলাকার তোতা মিয়া (৬০), বয়রা শেরের মোড়ের সাহাবুদ্দিন সাবু (৬০), বয়রা মধ্যপাড়ার আফরোজ হোসেন বাবু (৫০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭) এবং রায়ের মহল মল্লিক বাড়ির সাজ্জাদ মল্লিক। এছাড়া খালিশপুর দাশপাড়ার সনু, উজ্জ্বল ও সাত্তার গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ঘটনার পর তদন্ত শুরু হলে শনিবার রাতে অভিযান চালিয়ে মোসলেম আলীকে গ্রেফতার করা হয় এবং তার ফার্মেসি সিলগালা করা হয়। এর আগেও তিনি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। মৃতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Comments