
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ চলাকালে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেলে সমাবেশের শেষ দিকে যখন তিনি বক্তব্য দিতে ডায়াসে এসেছিলেন তখন ঘটনাটি ঘটে ।
কিছুক্ষণ কথা বলার পরই হঠাৎ অসুস্থ হয়ে তিনি মঞ্চে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা তাকে ধরে ফেলেন। উপস্থিত সকলের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়লেও অল্প সময়ের মধ্যেই ডা. শফিকুর রহমান উঠে দাঁড়ান। এরপর তিনি মঞ্চে বসেই তার বক্তব্য আবার শুরু করেন।
অসুস্থ হওয়ার আগে জামায়াত আমির তার বক্তব্যে বলেন, "২৪-এ আন্দোলনটা না হলে আজকে যারা বিভিন্ন দাবি-দাওয়া তুলছেন তারা কোথায় থাকতেন? অতএব আসুন তাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তা অবজ্ঞা না করি। তাদের শিশু বলে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করি। অহংকারভরে অন্য দলকে তুচ্ছ তাচ্ছিল্য না করি। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, যারা পারবেন না, তাহলে বুঝতে হবে ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে।"
তার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পুরো সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে এক ধরনের শোরগোল পড়ে গিয়েছিল। তবে দ্রুত সুস্থ হয়ে তিনি আবার বক্তব্য শুরু করায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
Comments