
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩ জন নেতাকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ। তারা কেউই এজাহার ভুক্ত আসামী নয়। তিন জনকে তিন মামলায় অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি দুই জন মাদক মামলার আসামী। শুক্রবার (১৮ জুলাই) রাত থেকে শনিবার ভোর পর্যন্ত চলা এ অভিযানে তাদের আটক করা হয়।
দলীয় মামলার আসামীরা হলেন, বারহাট্টা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আওয়ামী লীগ নেতা সাইদুর মিয়া, রায়পুর ইউনিয়নের ঝাওয়াইল শিমুলিয়া গ্রামের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বারহাট্টা উপজেলা মৎস্যজীবী লীগের সহ সভাপতি আলাউদ্দিন সম্রাট। আর মাদক মামলার আসামীরা হলো মোবারক মিয়া ও নিরব মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়,বারহাট্টা উপজেলায় চুরি, মাদক,জুয়া সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫ জনকে আটক করা হয়। এর মধ্যে বারহাট্টা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আওয়ামী লীগের সক্রিয় নেতা সাইদুর মিয়াকে ৮/৮/২৪ নং মামলায়, আলাউদ্দিন সম্রাটকে ৯/৮/২৪ নং মামলায়, কামাল হোসেনকে ২/৯/২৪ নং মামলায় এবং বাকী দুইজনকে মাদক মামলায় আটক দেখিয়ে আদালতে পাটানোর আইনি পক্রিয়া চলমান রয়েছে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, বারহাট্টায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সেজন্য বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে। এসময় আটককৃত ৫ জনের মধ্যে দুইজন মোবারক ও নিরবের কাছে ৭ পিস করে ইয়াবা পাওয়া যায়। বাকি তিনজনকে দলীয় তিন মামলায় অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ অভিযান চলবে বলে তিনি জানিয়েছেন।
Comments