Image description

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় জাল নোট সরবরাহকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাতে তারাগঞ্জ হাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম সোহেব আক্তার (২৭)। তিনি সৈয়দপুর পৌরসভার শেরে বাংলা মহল্লার শামীম আক্তারের ছেলে বলে জানা গেছে।

তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিনুর জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারাগঞ্জ থানার একটি দল গতরাতে অভিযান চালিয়ে জাল নোট সরবরাহকারী চক্রের সদস্য সোহেব আক্তারকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৮ হাজার ১২০ টাকার জাল নোট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহেব আক্তার জানিয়েছেন, তিনি একটি সংঘবদ্ধ জাল নোট সরবরাহ চক্রের সদস্য। এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন মূল্যমানের বাংলাদেশী টাকার জাল নোট অনলাইনে একটি জাল নোট প্রস্তুতকারী চক্রের কাছ থেকে কিনছে। এরপর তারা রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার বাজারে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোহেব আক্তার নিজেই জাল নোট প্রতারক চক্রের সদস্য হিসেবে নিজের পরিচয় স্বীকার করেন।