গোপালগঞ্জের ঘটনায় এনসিপির পক্ষে একাত্মতা, মানিকগঞ্জে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে এবং ঘটনার নিন্দা জানিয়ে মানিকগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে তারা এনসিপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এনসিপির আজকের মানিকগঞ্জে পদযাত্রাকে স্বাগত জানিয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়াম মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা স্লোগানে স্লোগানে গোপালগঞ্জের ঘটনাকে গণতন্ত্র হত্যার বহিঃপ্রকাশ বলে আখ্যা দেন।
প্রতিবাদ সভায় জামায়াত মানিকগঞ্জ জেলার আমির কামরুল ইসলাম বলেন, গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলা প্রমাণ করে দেশে মতপ্রকাশ ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকার আজ মারাত্মকভাবে খর্ব হয়েছে। এমন ঘটনা স্বাধীন দেশের জন্য লজ্জাজনক। আজ যারা এনসিপির মঞ্চ ভাঙচুর করে, কাল তারা অন্যদের ওপরে হামলা চালাবে। এর বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ প্রতিবাদ জরুরি। আমরা এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানাই।
জানা গেছে, চলতি মাসের প্রথম দিন থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরমধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৭ জুলাই) মানিকগঞ্জে পদযাত্রায় আসছে দলটি। আজ সন্ধ্যা সাতটার দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মানিকগঞ্জ উপস্থিত হবেন। ইতোমধ্যে পদযাত্রার পূর্ব প্রস্তুতি হিসেবে শহরের বিভিন্ন স্থানে পোস্টারিং ও মাইকিং করা হচ্ছে। তৈরি হয়েছে মঞ্চ।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে মানিকগঞ্জে পুলিশ প্রশাসনের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী শহরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শহরের প্রধান পয়েন্টগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
Comments