Image description

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অভিযোগ করেছেন, গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংস ঘটনা 'পরাজিত আওয়ামী শক্তির আস্ফালন' এবং এর মাধ্যমে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে। একইসঙ্গে তিনি এই ঘটনার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'অপরিপক্বতা'কেও দায়ী করেছেন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। 

ববি হাজ্জাজের মতে, আওয়ামী ফ্যাসিস্টরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে এবং এনসিপির অপরিপক্ব আচরণ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ববি হাজ্জাজ বলেন, ‘সরকারের চরম ব্যর্থতার কারণেই আওয়ামী সন্ত্রাসীরা এমন ধৃষ্টতা দেখানোর সাহস পেয়েছে। সর্ষের মধ্যে ভূত রেখে নতুন বাংলাদেশ গড়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শুদ্ধি অভিযান না চালানোয় পরিস্থিতির অবনতি ঘটছে।’

ফরিদপুরে এনসিপির পথসভা শুরু, কেন্দ্রীয় নেতারা এখনো পৌঁছাননিফরিদপুরে এনসিপির পথসভা শুরু, কেন্দ্রীয় নেতারা এখনো পৌঁছাননি
তিনি প্রশ্ন তোলেন, ‘গোপালগঞ্জে যারা সন্ত্রাস চালাচ্ছে, তারা কীভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়? কাদের ছত্রছায়ায় তাদের এমন দাপট? প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মিছিল করলেও তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি।’

বর্তমান নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান এনডিএম চেয়ারম্যান। তিনি বলেন, প্রয়োজনে অবসরে যাওয়া সৎ পুলিশ কর্মকর্তাদের আবার কাজে লাগাতে হবে।

এ সময় ববি হাজ্জাজ বলেন, ‘আগামী রোজা শুরুর আগেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।’