Image description

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিখোঁজ হওয়ার তিনদিন পর নয়ন কুমার নাথ (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের নিজ বাড়ির কাছেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নয়ন কুমার নাথ মুরাদপুর গ্রামের কালা চাঁদের বাড়ির বাবুল চন্দ্র নাথের ছেলে।

নিহত নয়নের মা মীরা রানী দেবী ও বাবা বাবুল চন্দ্র নাথ জানান, নয়ন সীতাকুণ্ড বাজারের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি কতিপয় ব্যক্তির সাথে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েন। গত মঙ্গলবার (১৫ জুলাই) পাওনাদারদের মধ্যে কেউ তাকে টাকা পরিশোধের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এতে দিশেহারা হয়ে নয়ন তার মায়ের কাছে এসে জানান যে, যদি টাকা দিতে না পারেন, তাহলে দুষ্কৃতকারীরা তাকে মেরে ফেলবে। তাই মায়ের গয়নাগুলো দিলে তিনি সেগুলোকে পাওনাদারদের কাছে দিয়ে পরে ছাড়িয়ে আনবেন। ছেলের এমন অবস্থা দেখে মা তিন ভরি স্বর্ণালংকার তার হাতে তুলে দেন। গয়নাগুলো নিয়ে বেরিয়ে যাওয়ার অল্প সময় পর থেকেই নয়নের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ছেলেকে খুঁজে না পেয়ে তার মা মীরা রানী দেবী মঙ্গলবার সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং খোঁজাখুঁজি চালিয়ে যান।

আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসী বাড়ির কাছেই একটি গাছে নয়নকে রক্তাক্ত ও অর্ধপচা অবস্থায় ঝুলন্ত দেখতে পান। এই খবর পেয়ে নয়নের মা-বাবা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, "মুরাদপুর ইউনিয়ন এলাকার বাড়ির কাছেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় আমরা মরদেহটি উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিতভাবে বলা যাবে।"