মানিকগঞ্জে এনসিপির পদযাত্রা, অপ্রীতিকর ঘটনার শঙ্কায় বাড়তি সতর্কতা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক আয়োজিত 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচিকে কেন্দ্র করে মানিকগঞ্জে দুষ্কৃতিকারীদের মাধ্যমে প্যান্ডেল ও আয়োজনস্থলে সমস্যা সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন এনসিপি'র মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়কারী জাহিদুর রহমান তালুকদার। বৃহস্পতিবার(১৭ জুলাই) মানিকগঞ্জে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
জাহিদুর রহমান তালুকদার বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করতে চাই। তবে কিছু স্বার্থান্বেষী মহল আমাদের পদযাত্রা বানচাল করতে নানা ষড়যন্ত্র করছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন পর্যাপ্ত সহযোগিতা করার বিষয়ে।"
জানা গেছে, চলতি মাসের প্রথম দিন থেকে এনসিপি 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি পালন করছে। এর মধ্যেই দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালিত হয়েছে। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ মানিকগঞ্জে পদযাত্রায় আসছে দলটি।
আজ (১৭ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে এনসিপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দ মানিকগঞ্জে উপস্থিত হবেন। ইতোমধ্যে পদযাত্রার পূর্ব প্রস্তুতি হিসেবে শহরের বিভিন্ন স্থানে পোস্টারিং ও মাইকিং করা হচ্ছে এবং মঞ্চও তৈরি হয়েছে।
পদযাত্রায় এনসিপি'র আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় প্রায় অর্ধশত নেতাকর্মী মানিকগঞ্জে আসবেন বলে জানা গেছে।
এনসিপি নেতারা জানান, এই পদযাত্রার মূল লক্ষ্য হচ্ছে বিচার, সংস্কার, দেশ পুনর্গঠন ও জুলাই সনদ বাস্তবায়ন করা। এর পরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এই পদযাত্রায় ব্যাপক জনসমাগম হবে বলে তারা আশা করছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোছ. ইয়াছমিন খাতুন বলেন, "গোপালগঞ্জে যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে আমাদের পুলিশের অতিরিক্ত সতর্কতা নেওয়া আছে। গত রাত থেকেই আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করছি। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।"
Comments