Image description

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলোকে তার চাকরি জীবনের শেষ দিনে এক রাজকীয় বিদায় জানানো হয়েছে। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী ও সহকর্মীরা তাকে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে বসিয়ে ব্যান্ড বাদ্য বাজিয়ে এক স্মরণীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন। 

বুধবার (১৬ জুলাই) বিকেলে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের রানীগঞ্জ বাজার এলাকার বাসিন্দা এবং নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলো তার দীর্ঘ কর্মজীবনের ইতি টানেন। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদানের পর, এক সুসজ্জিত ঘোড়ার গাড়িতে তাকে বসানো হয়। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা এবং সহকর্মীরা হাত নেড়ে ও ব্যান্ড বাজিয়ে তাকে বিদায় জানান।

ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের এই রাজকীয় বিদায়যাত্রা পুরো রাস্তা জুড়ে এক বিশেষ আকর্ষণ তৈরি করে। পথচারী ও স্থানীয়রা এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন। এই চিত্র দেখেই এলাকাবাসী বুঝতে পারছিলেন, শিক্ষার এই নিবেদিতপ্রাণ কারিগর আজ তার কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন।

আঞ্জুয়ারা বেগম আলোর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন, এবং উপজেলার সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেনসহ আরও অনেকে। তারা প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন এবং শিক্ষার প্রসারে তার অবদানের কথা স্মরণ করেন।