
মরণব্যাধি ক্যান্সার কেড়ে নিল জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী কাং সিও-হার জীবন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। সামাজিকমাধ্যমে একটি হৃদয়বিদারক পোস্টের মাধ্যমে অভিনেত্রীর মৃত্যু-সংবাদ জানিয়েছেন তাঁর এক নিকটাত্মীয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে পাকস্থলী ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন কাং সিও-হা। অবশেষে রোববার (১৩ জুলাই) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টস’র ‘স্কুল অব ড্রামা’ থেকে স্নাতক সম্পন্ন করেন কাং সিও-হা। সেখানেই তাঁর অভিনয়ে হাতেখড়ি হয়। এরপর ২০১২ সালে ব্রেভ গাইজ’র একটি মিউজিক ভিডিওতে তাঁকে দেখা যায়। কাছাকাছি সময়ে তিনি কে-ড্রামা ইন্ডাস্ট্রিতেও অভিষেক করেন। তাঁর অভিনীত ‘স্কুলগার্ল ডিটেক্টিভস’, ‘অ্যাসেম্বলি’, ‘ফার্স্ট লাভ এগেইন’, ‘হার্ট সার্জনস’, ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’ সিরিয়ালগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।
আগামী ১৬ জুলাই কাং সিও-হার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়ার গিওংনাম প্রদেশের হামানে তাঁর পারিবারিক সমাধিস্থলে তাঁকে সমাহিত করা হবে।
Comments