
সকালে ঘোষণা এল, ভারত ও পাকিস্তানের সংঘাতের কারণে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলের বাকি ম্যাচগুলো সরিয়ে দুবাইয়ে আয়োজন করা হবে। কিন্তু এর কয়েক ঘন্টা যেতে না যেতেই এখন আবার ইউটার্ন নিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিছুক্ষণ আগে বিবৃতি দিয়ে জানিয়েছে, পিএসএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
গতকাল ভারতের ড্রোন হামলায় পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাওয়ালপিন্ডিতেই হতে যাওয়া পিএসএলের পেশোয়ার-লাহোর ম্যাচটি স্থগিত করা হয়। এরপর আজ সকালে পিসিবির দিক থেকে ঘোষণা আসে, পিএসএলের বাকি ৮ ম্যাচ দুবাইয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
এদিকে গতকালই ভারতের জম্মুসহ সীমান্তবর্তী কয়েকটি শহরে পাকিস্তানের ড্রোন হামলার পর সীমান্তবর্তী আরেক অঞ্চল ধর্মশালায় আইপিএলের দিল্লি-পাঞ্জাব ম্যাচটি দশ ওভার হওয়ার পর হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়। আনুষ্ঠানিক কারণ হিসেবে ফ্লাডলাইটের সমস্যার কথা বলা হলেও মূলত ড্রোন হামলার কারণেই এই সিদ্ধান্ত। এরপর আজ ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দেয়, আইপিএলের বাকি ১৮টি ম্যাচ আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত।
এখন আবার এল পিএসএল স্থগিত হওয়ার ঘোষণা। বিবৃতিতে পিসিবি লিখেছে, ‘প্রধানমন্ত্রী মিয়াঁ মুহাম্মদ শাহবাজ শরীফের পরামর্শক্রমে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
Comments