
চট্টগ্রামের চন্দনাইশে অধ্যক্ষের পদ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯ জন আহত হয়েছেন। রবিবার(২৭ এপ্রিল ) উপজেলার জাফরাবাদ ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
জানা যায় গত বছরের ২৫ মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুরকে মাদ্রাসার কিছু শিক্ষক ও শিক্ষার্থী পদত্যাগের জন্য তাদের লিখিত পদত্যাগ পত্রে স্বাক্ষর দিতে বাধ্য করেন। এরপর মাদ্রাসায় আর আসতে না দিলে বিষয়টি লিখিতভাবে তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) চট্টগ্রাম জেলা প্রশাসক ও মাদ্রাসা অধিদপ্তর বরাবর অভিযোগ জানালে বিষয়টি তদন্ত করে কর্তৃপক্ষ সত্যতা নিশ্চিত হন। ফলে আট মাস পর ওই মাদ্রাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোরশেদ খান অধ্যক্ষ আব্দুল গফুরকে স্বপদে পুনর্বহালের নির্দেশ দেন।
নির্দেশ পেয়ে অধ্যক্ষ রবিবার সকাল ১০ টাই মাদ্রাসায় উপস্থিত হলে কিছু শিক্ষক ও শিক্ষার্থী শ্রেণীকক্ষ থেকে বের হয়ে অধ্যক্ষ কে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় স্লোগান দেন। এ সময় এলাকাবাসী অনেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের এই অনৈতিক বাড়াবাড়ির প্রতিবাদ জানালে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ধাওয়া পাল্টাধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ বাধে।
চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Comments