Image description

আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ফুটবলবিশ্বকে শোকের সাগরে ফেলে চিরবিদায় নিয়েছেন ৪ বছর আগে। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার করা হয়েছিল তার, এরপর সুস্থ হওয়ার পথেই ছিলেন। সেই অবস্থায় তার মৃত্যু রহস্যের জন্ম দেয়। ম্যারাডোনার প্রয়াণের ৪ বছর পর তার চিকিৎসার দায়িত্বে থাকা ৮ জনের মধ্যে সাতজনেরই বিচার শুরু হয়েছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

মঙ্গলবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এক আদালতে এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে ২০২১ সালের এক প্রতিবেদনে এই কিংবদন্তি ফুটবলার মেডিক্যাল টিম দ্বারা ‘অযথার্থ, ত্রুটিপূর্ণ এবং বেপরোয়া আচরণে’র শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়েছিল। ম্যারাডোনা তাদের অধীনে থাকাবস্থায় যথাযথ নিয়ম ও প্রক্রিয়া মানা হয়নি বলেও চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

১৯৮৬ বিশ্বকাপে প্রায় একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জিতিয়েছিলেন ম্যারাডোনা। এরপর দুনিয়াব্যাপী তার বিপুল জনপ্রিয়তা তৈরি হয়। এমনকি সর্বকালের সেরা ফুটবলার বিতর্কেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন জীবদ্দশা থেকে। এখনও পেলে ও ম্যারাডোনার মাঝে কে সেরা নানা উপলক্ষ্যে সেই আলোচনা ওঠে। এদিকে, কোকেইন ও অ্যালকোহল আসক্তির দীর্ঘদিন ধরেই নানান সমস্যায় ভুগছিলেন ম্যারাডোনা। তার মৃত্যুতে সেসবের প্রভাব থাকলেও চিকিৎসকদের কর্মকাণ্ডেরও বড় ভূমিকা দেখছেন বিশ্লেষকরা। অভিযুক্ত সাত চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা প্রমাণ হলে তারা ৮ থেকে ২৫ বছরের কারাবাসের শাস্তি পেতে পারেন।