
হবিগঞ্জ শহরের নসরতপুর বাইপাস সড়কের ২ নম্বর পুল এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ বস্তা চিনিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। হবিগঞ্জের পুলিশ সুপার সাজেদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- লাখাই উপজেরার বুল্লা গ্রামের জিয়া উদ্দিনের ছেলে শিপন (৩০), হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত আজমান উল্লার ছেলে রাহাত মিয়া (২৫) ও পশ্চিম ভাদৈ গ্রামের আব্দুল বারীর ছেলে লায়েছ মিয়া (৩০)।
Comments