Image description

যুক্তরাষ্ট্রের ওরেগনে অন্তত ৩টি ব্যালট বাক্সে (ব্যালট ড্রপ বক্স) আগুন ধরিয়ে দিয়েছেন সন্দেহভাজন এক ব্যক্তি। গত তিন সপ্তাহে এলাকায় তিনটি ব্যালট ড্রপ বক্সে আগুন লাগানো হয়েছে। ওয়াশিংটনের ভ্যাঙ্কুভারে পোড়া একটি ড্রপ বক্স থেকে উদ্ধার করা ৪৮৮টি ক্ষতিগ্রস্ত ব্যালট শনাক্ত করেছেন কর্মকর্তারা। এর মধ্যে ৩৪৫ ভোটারের কাছ থেকে ইতোমধ্যে নতুন করে ভোট চেয়েছে কর্তৃপক্ষ। নির্বাচন কর্মকর্তারা বৃহস্পতিবার আরও ১৪৩টি নতুন ব্যালট ডাকযোগে পাঠাবেন।  স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা মনে করেন পোর্টল্যান্ড, ওরেগনের ব্যালট বাক্সে আগুন লাগানোর ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি ফের হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। তদন্তকারীরা সম্প্রতি আগুন লাগানোর ঘটনা নিয়ে অনুসন্ধান করছেন।

পোর্টল্যান্ড পুলিশ ব্যুরোর মুখপাত্র মাইক বেনার জানিয়েছেন, সন্দেহভাজন ওই ব্যক্তি ৩০ থেকে ৪০ বছর বয়সী শ্বেতাঙ্গ। তার মাথায় টাক বা খুব ছোট চুল রয়েছে এবং তার শরীর মধ্যম থেকে পাতলা গঠনের। তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলে ২,৫০০ ডলারের বড় ধরনের পুরস্কার ঘোষণা করেছে রাষ্ট্রীয় সংস্থা ক্রাইম স্টপার ওরেগন। খবর সিএনএনের। 

পুলিশ জানিয়েছে, তারা একটি কালো বা গাঢ় রঙের ২০০১-২০০৪ মডেলের ভলভো এস-৬০ গাড়ি হন্যে হয়ে খুঁজছেন। তদন্তকারীরা আরও দুটি ঘটনার সঙ্গে ভ্যাঙ্কুভারে ৮ অক্টোবর ব্যালট বাক্সে আগুন লাগানোর ঘটনাটির যোগসূত্র খুঁজে পেয়েছেন, যা পোর্টল্যান্ডের কাছেই কলাম্বিয়া নদীর ওপারে অবস্থিত।

যদিও কর্তৃপক্ষ এই ঘটনার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি, এগুলো এমন এক সময়ে ঘটলো যখন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ২০২৪ সালের নির্বাচনে সম্ভাব্য অঘঠনের বিষয়ে সতর্কতা প্রকাশ করেছে।
 
ডিএইচএস বিশ্লেষকরা জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ চরমপন্থীরা ভোটকেন্দ্র, ব্যালট বাক্স, ড্রপ বক্স, ভোটার নিবন্ধন সাইট, রাজনৈতিক অনুষ্ঠান ও ভোট গণনার স্থানসহ সরকারী কর্মকর্তাদের, ভোটারদের এবং নির্বাচনী কর্মীদের ওপর ভয়াবহ মাত্রায় শারীরিক হুমকি বা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে।

মাণববকন্ঠ/আরআই