Image description

চলতি মাসের ১২ তারিখ গুলি করে হত্যা করা হয় ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে। সেই মৃত্যুর পরই নিরাপত্তা জোরদার করা হয় বলিউড অভিনেতা সালমান খানের। তবে মৃত্যুর হুমকি কিছুতেই পিছু ছাড়ছে না তার। একের পর এক হুমকি আসছেই। এবার আরও একবার খুনের পেলেন এই বলি তারকা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুম্বাই পুলিশের কাছে সালমান খানকে হত্যার একটি অজ্ঞাত মেসেজ এসেছে। তাতে বলা হয়েছে, দুই কোটি অর্থ না দিলে খুন করা হবে সালমান খানকে।

জানা গেছে, বুধবার মুম্বাই ট্রাফিক কন্ট্রোল রুমে এক মেসেজ আসে। সেখানেই সালমান খানকে খুনের পরিকল্পনার কথা জানানো হয়। দুই কোটি অর্থ না দিলে মর্মান্তিক পরিণতি করা হবে বলেও জানানো হয়েছে।

এ মেসেজ পাওয়ার পরপরই তৎপর হয় পুলিশ। ইতোমধ্যে খুনের হুমকির অভিযোগে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর হুমকি দেয়া সেই ব্যক্তি কে, তা খুঁজে বের করার জন্য কাজ করছে পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি একের পর এক খুনের হুমকি পাচ্ছেন অভিনেতা সালমান। এর আগে নয়ডা থেকে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। ওই যুবক বলিউড অভিনেতা ও সদ্য প্রয়াত বাবা সিদ্দিকের ছেলে জিশান সিদ্দিককে খুনের হুমকি দিয়েছিলেন। এর আগে ঝাড়খাণ্ডের জামশেদপুর থেকে শেখ হোসেন শেখ মৌসিন (২৪) নামক এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে ওই সবজি বিক্রেতা সালমান খানকে খুনের হুমকি দিয়ে ৫ কোটি টাকা দাবি করেছিলেন। সেটি ভুয়া হুমকি নাকি, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে সালমান খানকে হত্যা করতে উঠে পড়ে লেগেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। ১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে কৃষ্ণসার মৃগ ও চিঙ্কারা হরিণ শিকার করেছিলেন অভিনেতা। এরপর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের টার্গেট হয়েছেন তিনি। কিছুদিন আগেই মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে রাস্তায় খুন করা হয়। যিনি কিনা সালমান খানের ঘনিষ্ঠ  ব্যক্তি ছিলেন। আর সেই খুনের দায় লরেন্স বিষ্ণোই গ্যাং নিয়েছে।