Image description

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত যেকোনো জালিম শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী। তিনি বলেন, আল কুরআনের দেখানো পথ অনুসরণ করে দেশে ইসলাম ও দুর্নীতিমুক্ত শাসন কায়েম হবে এবং দুর্নীতিবাজদের দেশ থেকে উৎখাত করা হবে। মঙ্গলবার বিকেলে ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। 

ডা. শফিকুর রহমান বলেন, "জামায়াতে ইসলামী কোনো জালিমের ভয় করে না। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন এই লড়াই চলবে। পেছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক, জামায়াত তার চেয়েও বেশি শক্তিশালী হবে।"

তিনি নেতাকর্মীদের অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, "লড়াই করতে আপনারা তৈরি আছেন তো? এটা চলমান থাকবে।"

ডা. শফিকুর রহমান ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি ২৭ জনের মৃত্যুর সংখ্যা বিশ্বাস করেন না এবং মনে করেন প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি হবে। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার ও আহতদের পাশে জামায়াতের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, "অর্থ-রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা দেবে।"

তিনি জামায়াতের প্রয়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস-এর পরিবারের সব দায়িত্ব নেওয়ার কথা জানান। মোস্তাফিজুর রহমান গত ১৮ জুলাই জাতীয় সমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে গাজীপুরে বাসে স্ট্রোক করে মারা যান।

এই দোয়া মাহফিলে জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।