
জুলাইয়ের পথে জনতার সাথে এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া শহরে সদস্য সংগ্রহ অভিযান ও পথসভা করেছে নতুন প্রজন্মভিত্তিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। রবিবার (২০ জুলাই) দুপুরে কুষ্টিয়া শহরের থানা ট্রাফিক মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা সুলতান মারুফ তালহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক রাফি সালমান রিফাত। বিশেষ অথিতির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা দ্বীন ইসলাম।
বক্তারা বলেন, “শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। তাঁদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ, প্রগতিশীল ও জনবান্ধব বাংলাদেশ গঠনই আমাদের লক্ষ্য। আগামীর বাংলাদেশ শহীদদের দেখানো পথেই পরিচালিত হবে।”
পথসভায় নতুন সদস্য সংগ্রহ ফর্ম ও লিফলেট বিতরণ করা হয়। এতে আপ বাংলাদেশ কুষ্টিয়ার নেতা শাহীন রিকু, সাইফুল্লাহ, শোয়েব রাইয়ান, সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।
বক্তারা আপ বাংলাদেশের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে তর“ণদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করেন। জনসচেতনতামূলক এ কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মাঝে বেশ আগ্রহ লক্ষ করা যায়।
Comments