
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল শনিবার বিশাল সমাবেশ করে দলের শক্তি দেখিয়েছে জামায়াতে ইসলামী। বার্তা দিয়েছে, নির্বাচনের আগে মৌলিক সংস্কার করতে হবে। নির্বাচন হতে হবে ভোটের অনুপাতে আসন বণ্টন (পিআর) পদ্ধতিতে।
রাজনৈতিক ও ধর্মীয় জঙ্গিবাদকে প্রতিহতের ঘোষণাও দেওয়া হয়েছে। বিএনপিকে ইঙ্গিত করে সমাবেশের সব বক্তাই চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন। বিএনপির জন্যই সংস্কার আটকে আছে বলে অভিযোগ করেছেন তারা।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের দল ক্ষমতায় যেতে পারলে চাঁদাবাজি-দুর্নীতি করবে না। কাউকে চাঁদা নেওয়ার, দুর্নীতি করার সুযোগও দেবে না। এমপি-মন্ত্রীরা প্লট-গাড়ি নেবেন না। জনগণের কাছে রাষ্ট্রের প্রতিটি টাকার হিসাব দেবেন।
সমাবেশে এনসিপি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টির নেতারা বক্তৃতা করেন। প্রথমবারের মতো জামায়াতের কর্মসূচিতে যোগ দেন হেফাজতে ইসলাম প্রতিনিধি। বক্তৃতা করেন ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহতরা।
Comments