Image description

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই পদযাত্রার সমাবেশে দলটির নেতা নাসিরুদ্দীন পাটওয়ারীর বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে দেওয়া "উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ" বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।  শনিবার কক্সবাজারের চকোরিয়ায় অনুষ্ঠিত সমাবেশে দেওয়া এই বক্তব্যকে ছাত্রদল 'রাজনৈতিক শিষ্টাচারবিরোধী' আখ্যা দিয়েছে।

ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "নব্য এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে গিয়ে কক্সবাজারের মাটি ও মানুষের জননন্দিত নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে তীব্র উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান করেছেন।" 

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয় যে, নাসিরুদ্দীন পাটওয়ারী "প্রায়শই দেশের সম্মানিত জাতীয় নেতাদের বিষয়ে চরম অশ্রদ্ধাপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচারবিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন," যার কারণে অনেকেই তার "সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান।"

ছাত্রদল এই ধরনের মন্তব্যকে "রাজনীতিতে ঘৃণার বিষবাষ্প ছড়ানো" এবং "দেশের সুস্থ স্বাভাবিক ও উন্নত রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ" বলে উল্লেখ করেছে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির পরিবর্তে কিছু "নব্য নেতা" বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের প্রতি "বিষোদগারকেই নিজেদের রাজনীতির একমাত্র এজেন্ডা" বানিয়েছেন, যা "রাজনৈতিক দেউলিয়াত্বের নামান্তর।"

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে এ ধরণের মন্তব্যের নিন্দা জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, জাতীয় নেতাদের প্রতি এমন "অরুচিকর, অসংলগ্ন, লাগামহীন মন্তব্যের" প্রতিক্রিয়ায় ছাত্র-জনতা যদি কোনো পদক্ষেপ নেয়, তার জন্য কেবল এনসিপি নেতারাই দায়ী থাকবেন।