Image description

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পাল্টাপাল্টি হামলায় অন্তত ৬জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার পাগলা থানার কান্দিপাড়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কবীর সরকার, তার ছেলে উস্থি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহরিয়ার শাওন, যুবদল নেতা কায়সার আহম্মেদ, পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন, তার ছেলে উস্থি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এম রহমান সফল, ছাত্রদল নেতা জোবায়েত হোসেন স্বপ্নিল প্রমুখ।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা কবীর সরকার কৃষক দলের পাগলা থানার সাবেক আহ্বায়ক সুজন মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে কান্দিপাড়া বাজারের ইজারার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি এ বিরোধ চাঙা হয়। এ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে কান্দিপাড়া বাজারের কৃষি ব্যাংকের সামনে দুই পক্ষের  লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ৬ জন আহতের খবর পাওয়া গেছে।

আহত কবীর সরকার বলেন, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসার সময় পথিমধ্যে প্রতিপক্ষের লোকজন সশস্ত্র হামলা চালায়। হামলাকারীরা সংখ্যায় ৪০ থেকে ৫০ জনের মত ছিল।

তিনি আরও জানান, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চুর নির্দেশে তাদের লোকজন আমাকে ও ছেলে শাওন এবং যুবদল নেতা কায়সারকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করে। হামলাকারীরা বাচ্চুর চিহ্নিত সন্ত্রাসী। গত ৫ আগস্টের পর থেকে এদের লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য একমাত্র আমি লাগাতার প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। এর ফলে আমার ও আমার দুই সন্তানের উপর এই হামলা করে।

আহত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শাওন বলেন, বাজারে আমাদের ওষুধের এবং পোল্ট্রি ফিডের দুইটা দোকান ভাঙচুর, লুটপাট করে। ব্যবহৃত দুইটা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। সেই সাথে আমার বড় ভাই সম্রাটকেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। আমাদের উপর হামলার ঘটনায় স্থানীয় লোকজন ও নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে আক্তারুজ্জামান বাচ্চুর লোকজন পালিয়ে যায়। আমরা দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী নেতৃবৃন্দের কাছে এই ঘটনার বিচার চাই।

এদিকে এই ঘটনায় পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন ও তার ছেলে উস্থি ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি এম রহমান সফলের উপর পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় তাদের কুপিয়ে গুরুতর আহত হয় বলে দাবি করেন তার সমর্থকরা । একই সময়ে ছাত্রনেতা জোবায়েত হোসেন স্বপ্লিলও আহত হন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, বৃহস্পতিবার রাতে কান্দিপাড়া বাজারে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।