Image description

এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তে বেশিরভাগ দলের সমর্থন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

রুহুল কবীর রিজভী বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করুন। কারণ ডিসেম্বরে শীতকাল, মানুষ অবলীলায় ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে। নির্বিঘ্নে ভোট দিতে পারে। এই সময়ে সব পরীক্ষা শেষ হয়ে যায়, একটা স্বস্তি থাকে। সুতরাং এটাই হচ্ছে উপযুক্ত সময়। এই সময়ের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করুন। এটা যদি করতে পারেন, জনসমর্থিত হবেন। অন্তর্বর্তী সরকার যে কোনো দিকে ঝুঁকে পড়ে না, কোনোদিকে হেলে পড়ে না এটাই প্রমাণ হবে।’

রিজভীর মতে, এপ্রিল মাস নির্বাচনের জন্য উপযুক্ত নয়। তীব্র গরমের পাশাপাশি মাসজুড়ে থাকবে এইচএসসিসহ গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। 

শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি ঘোষণা করেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন।