করোনা সতর্কতায় আবারও দেশে জনসমাগমপূর্ণ স্থানে সকলকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
২০২২ সাল থেকে দেশে করোনা সংক্রমণ কমতে শুরু করে। পরের বছর থেকে করোনা রোগী শনাক্তের হার নেমে আসে প্রায় শূন্যের কোঠায়। ফলে মাস্ক পড়ার যে বিধি নিষেধ তাও সে সময় তুলে নেওয়া হয়।
এ বছর নতুন করে আবারও চোখ রাঙাচ্ছে অতিসংক্রমণশীল এই ভাইরাস। সম্প্রতি রাজশাহীতে কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গত সোম ও মঙ্গলবার দুই দিনে জেলাটিতে ২৬টি নমুনার ১৩টিতেই করোনা ভাইরাস ধরা পড়ে। এ হিসেবে আক্রান্তের হার ৫০ শতাংশ।
অবশ্য এতে উদ্বেগের কিছু না দেখছেন না বিশেষজ্ঞরা। বরং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।
মেডিসিন বিশেষজ্ঞ ডা. আজিজুল হক আযাদ বলেন, ‘সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগের কিছু নেই। আগের মতো তীব্র শারীরিক সমস্যা হওয়ার শঙ্কা কম এখন। তবে মাস্ক ব্যবহারসহ অন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
শুধু বাংলাদেশই নয়, সম্প্রতি ভারতেও অতি সংক্রমণশীল এ ভাইরাসের উপস্থিতি নতুন করে শঙ্কা তৈরি করেছে। গত ১ জুন পর্যন্ত দেশটিতে নতুন করে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭০০ জন। এরমধ্যে অন্তত ২ জনের মৃত্যুও হয়েছে।




Comments