Image description

আগামী বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর রোকেয়া সরণির উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়কটি পরিহার করার অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত বিকল্প সড়কে যাতায়াতের জন্য বলা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ মে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ উদযাপিত হবে। এই উপলক্ষে শান্তিরক্ষী মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী অফিসার ও সৈনিক পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠান চলাকালীন সময়ে রোকেয়া সরণির ওই অংশে যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণকে সড়কটি যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তায় যাতায়াতের জন্য অনুরোধ করা হয়েছে।