Image description

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার দুপুরে দেশে ফিরবেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। এর আগে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রথমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পরে ওয়াশিংটন যান শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, লন্ডন থেকে বুধবার (৪ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী ঢাকায় এসে পৌঁছবেন। রবিবার দলের সম্পাদকমণ্ডলীর যৌথসভায় এ তথ্য জানান কাদের।

প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেয়ার আয়োজনের কথা চিন্তা করছিলেন আওয়ামী লীগ নেতারা। লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রীকে বিষয়টি জানান ওবায়দুল কাদের। কিন্তু শেখ হাসিনা সেটি নাকচ করে দেন বলেও জানান সেতুমন্ত্রী।

সভায় ওবায়দুল কাদের বলেন, জনসমাগমে মানুষের দুর্ভোগ হবে। দুর্ভোগ সৃষ্টি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো সংবর্ধনা নিতে চান না; এটা তিনি আমাকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতোমধ্যে বেশ কিছু অর্জন রয়েছে। প্যান্ডেমিকের কারণে গত কয়েক বছর আমরা তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ব্যবস্থা করতে পারিনি। আমাদের নেতারা, আমরা এই বিষয়টি চিন্তা করেই প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু তিনি রাজি হননি।

লন্ডনে সংবর্ধনা সভা: লন্ডনে সফররত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি  শেখ হাসিনার সম্মানে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। গতকাল সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা থেকে সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকার ম্যাথডিস্ট চার্চ হলে সভাস্থলের ভেন্যু খুলে দেয়া হলে সিকিউরিটি চেকিং পেরিয়ে একে একে সভাস্থলে প্রবেশ করতে শুরু করেন নেতাকর্মীরা। এবারে প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে ব্যাপক জনসমাবেশ করতে বেশ কয়েক দিন ধরে প্রস্তুতি নিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। লন্ডনের বাইরের দূর-দূরান্তের শহর ও ইউরোপের বিভিন্ন দেশ থেকেও জড়ো হয়েছেন নেতাকর্মীরা।

এর আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত ১৭ থেকে ২২ সেপ্টেম্বর ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে গত ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি পৌঁছান তিনি। ওয়াশিংটন ডিসিতে অবস্থানের সময় যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন তিনি। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান হিথ্রো বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী মঙ্গলবার রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-২০৮) লন্ডন ত্যাগ করবেন এবং আগামীকাল বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মানবকণ্ঠ/এআই