Image description

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জ্বালানির প্রথম চালান দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে রাশিয়া থেকে ঢাকায় আসে ইউরেনিয়ামের এই চালান। বিষয়টি নিশ্চিত করেছেন রূপপুর প্রকল্পের পরিচালক ও পরমাণু বিজ্ঞানী ড. মো. শৌকত আকবর।

তিনি বলেন, ‘রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান সফলভাবে দেশে পৌঁছেছে।’

রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে সেপ্টেম্বরে রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে সেপ্টেম্বরে 
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি বিশেষ উড়োজাহাজে বিকেলে ঢাকায় পৌঁছায়। তা সড়ক পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে। 

আগামী মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশের কাছে ওই জ্বালানি রাশিয়া হস্তান্তর করবে বলে আশা করছেন কর্মকর্তারা।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জ্বালানি যে এ মাসে দেশে আসবে, তা আগেই জানিয়েছিলেন নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ। গত জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানিয়েছিলেন।

রাশিয়ার সহযোগিতায় পাবনার রূপপুরে নির্মাণ হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি নির্মাণের ব্যয় ধরা হয়েছে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এটি তৈরি হলে এর দুটি ইউনিট থেকে পাওয়া যাবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ।

প্রকল্পটির ৯০ ভাগ অর্থায়ন হচ্ছে রাশিয়ার ঋণে। ১০ ভাগের জোগান দিচ্ছে সরকার। ২০২৩ সালের এপ্রিলে এই কেন্দ্রটি উৎপাদনে যাবে বলে ধারণা করা হচ্ছে।