কেন্দুয়ায় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

নেত্রকোণার কেন্দুয়ায় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নিজের গড়া নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ (২০২৫ সালে এসএসসি পরীক্ষায় শতভাগ কৃতকার্য) শহীদ স্মৃতি বিদ্যাপীঠের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল, পবিত্র কোরআন শরীফ খতম, দোয়া মোনাজাত, কালো পতাকা উত্তোলন, মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ, শোক র্যালী, কুইজ প্রতিযোগিতায়, ছবি আঁকা, স্বরচিত কবিতা পাঠ, মরহুম হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।
কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, ২০১১ সালের সালের সেপ্টেম্বর মাসে হুমায়ুন আহমেদ স্যারের শরীরে ক্যানসার ধরা পড়লে চিকিৎসার জন্য নিউইয়র্কে গেলেও শেষ পর্যন্ত ২০১২ সালের ১৯ জুলাই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
পরবর্তীতে এই গুণী মানুষের মরদেহ ২৩ জুলাই দেশে আনা হলে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে ২৪ জুলাই গাজীপুরের নুহাশ পল্লীর নিচুতলায় দাপন সম্পন্ন করা হয়।
Comments