
৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় সাড়া ফেলেছে “ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার এবং ভবিষ্যতের ফ্রিল্যান্সিং, প্রশিক্ষণ থেকে সাফল্য”। নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দিকনির্দেশনামূলক বই ২টি লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও লেখক রবিনরাফান।
নিউ ইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টার (JPAC)-এ আয়োজিত এই বইমেলা ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত চলবে, যার আয়োজন করেছে মুক্তধারা ফাউন্ডেশন। বইমেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় সাহিত্যিক সাদাত হোসাইন। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন শান্তিকর্মী ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু ফিলিস টেইলর।
বিশেষ সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, ভারতীয় সাহিত্য সমালোচক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষক অধ্যাপক রৌনক জাহান, বাংলাদেশের প্রথম নারী সামরিক ডাক্তার সিতারা বেগম। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও ছিলেন বাংলা গানের দুই কিংবদন্তি—ফাহমিদা নবী ও রেজওয়ানা চৌধুরী বন্যা।
রবিনরাফানের বইগুলো ২০২৫ সালের অমর একুশে বইমেলায় বেস্টসেলার ছিল এবং প্রকাশিত হয় বর্ষাদুপুর/স্টুডেন্টওয়েজ পাবলিকেশন্স থেকে। এখন এই বইগুলো পাওয়া যাচ্ছে নিউ ইয়র্ক বইমেলায় মুক্তধারা ফাউন্ডেশনের স্টলে।
ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার বইটি মূলত নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি দিকনির্দেশনামূলক গাইড। এতে আলোচনা করা হয়েছে কীভাবে ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি করতে হয়, কনটেন্ট প্ল্যানিং, ভিডিও প্রোডাকশন, দর্শক এনগেজমেন্ট, সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম এবং ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করার কৌশল। ভবিষ্যতের ফ্রিল্যান্সিং, প্রশিক্ষণ থেকে সাফল্য বইটি ফ্রিল্যান্সিং শুরু করতে আগ্রহীদের জন্য একটি বাস্তবভিত্তিক রোডম্যাপ। এতে রয়েছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস পরিচিতি, স্কিল ডেভেলপমেন্ট, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং আয় বাড়ানোর কৌশল। এই বইমেলায় রবিনরাফানের বই গুলোর অংশগ্রহণ শুধু তার সৃষ্টিশীল কাজের আন্তর্জাতিক স্বীকৃতির প্রমাণ নয়, বরং এটি নতুন প্রজন্মের ডিজিটাল লেখকদের জন্যও অনুপ্রেরণার একটি মাইলফলক।
রবিন রাফান বলেন, কনটেন্ট ক্রিয়েশন এখন একটি বৈশ্বিক পেশা। আমার আন্তর্জাতিক অনুসারীদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এখন তারা সহজেই আমার বইগুলো কিনতে পারবে। এটি আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের মুহূর্ত।
Comments