
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১ হাজার ৬৫৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে ১৫৫ জনের নাম উল্লেখ এবং ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
ওসি বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১৫৫ জনের নামে এবং ১৪ থেকে ১৫ শ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে আমরা এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এদিকে গত বুধবার কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে। এই বিক্ষোভ মিছিলের কারণে এ মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Comments