Image description

রাজধানীর দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত সরঞ্জাম পাঠানো হচ্ছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতেই এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে বিবিসি বাংলা জানতে পেরেছে।

দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানিয়েছে, "আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক—যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই (মঙ্গলবার) ঢাকায় পৌঁছে যাবেন।" সূত্রটি আরও জানায়, মেডিক্যাল ইকুইপমেন্টও পাঠানো হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরা যাবেন।

গতকাল দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার কাউন্টারপার্টকে ফোন করে জানান যে, যেকোনো প্রয়োজনে ভারত সর্বাত্মকভাবে সাহায্য করতে প্রস্তুত। সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও 'এক্স' (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে বিমান দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেন এবং জানান, এই সংকটে "ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতেও প্রস্তুত।"

এরপর থেকে ঢাকায় ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই সরকারের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।