
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানিরা আলোচনা করার জন্য এখন হোয়াইট হাউসে আসার প্রস্তাবও দিয়েছে। বুধবার (১৮ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান যদি দুই সপ্তাহ আগে তাদের সঙ্গে আলোচনার আগ্রহ দেখাতো, তাহলে এত মৃত্যু ও ধ্বংস হতো না। কিন্তু এখন ইরান হোয়াইট হাউসে এসে আলোচনা করতে চাইছে।
তবে ট্রাম্পের এ দাবি নাকচ করেছে ইরান।
জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বলেছে, কোনো ইরানি কর্মকর্তা কাউকে হোয়াইট হাউসের গেটে বসে থাকতে বলেননি। এই মিথ্যার চেয়ে ঘৃণ্য বিষয় হলো ইরানের সুপ্রিম নেতাকে হত্যার হুমকি।
ইরানি মিশন আরো বলেছে, ইরান চাপের মুখে আলোচনা করে না এবং চাপের মুখে শান্তিও মেনে নেবে না। অবশ্যই প্রাসঙ্গিকতা আঁকড়ে রাখা যুদ্ধবাজের সঙ্গে নয়।
এ ছাড়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে ইরান থেকে ওমানে আলোচনাকারীদের পাঠিয়েছে বলেও একটি খবর ছড়িয়েছে। এ খবরও মিথ্যা বলে জানিয়েছে তেহরান।
Comments