Image description

ভারতের গুজরাটে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার একদিন না পেরোতেই এবার এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর ফলে যাত্রাপথের মাঝপথেই বিমানটি থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। 

শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ফুকেট থেকে এয়ার ইন্ডিয়ার এআই৩৭৯ ফ্লাইটটি নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরেই আন্দামান সাগরের ওপর দিয়ে ঘুরে বিমানটি আবার ফুকেট দ্বীপে ফিরে আসে এবং সেখানে জরুরি অবতরণ করে।

থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, প্লেনের ১৫৬ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বোমা হামলার হুমকির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এই ঘটনায় এয়ার ইন্ডিয়াও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মাত্র একদিন আগে গুজরাটে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইট দুর্ঘটনায় ২৪১ আরোহী নিহত হন। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার প্লেনটি উড্ডয়নের মাত্র দুই মিনিটের মধ্যে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়েছিল। পরপর দুটি ঘটনা এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।