Image description

ইসরায়েলে কয়েক দফা হামলার 'প্রতিশোধমূলক প্রতিক্রিয়া' হিসেবে ইরান থেকে প্রায় ১০০টি আক্রমণাত্মক ড্রোন ইসরায়েলের দিকে পাঠানো হয়েছে বলে দাবি তেল আবিবের। এই ড্রোন হামলার আতঙ্কে ইসরায়েলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, যার ফলে কার্যত লকডাউন পরিস্থিতিতে রয়েছে দেশটি।

ইসরায়েলের তেল আবিবে সতর্কতা সাইরেন বেজে ওঠার পর অনেক ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে জড়ো হতে দেখা গেছে। সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর ওপর ১০ দিনে তারা যা করেছে, ইরানে তা মাত্র ১০ মিনিটে করেছে। বিভিন্ন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের 'অপসারণের জন্য' এই হামলা চালানো হয়েছে।

জানা গেছে, ইসরায়েল ইরানের সঙ্গে আরও দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা কমপক্ষে দুই সপ্তাহ স্থায়ী হতে পারে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছিলেন।

নেতানিয়াহু এরইমধ্যে ইসরায়েলের নাগরিকদের প্রস্তুত থাকতে, খাবার কিনতে এবং আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে বলেছেন। ইসরায়েলে জরুরি অবস্থাও জারি করা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুল এবং সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।ফলে ইসরায়েল কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এছাড়া সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে এবং হাজার হাজার রিজার্ভ সৈন্যকে সক্রিয় সামরিক দায়িত্বে ফিরিয়ে আনা হচ্ছে।