
পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। সুইডেনের উদ্দেশে তিনি ইসরায়েল ত্যাগ করেছেন বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, গ্রেটা থুনবার্গ ফ্রান্স হয়ে সুইডেনের পথে রওনা হয়েছেন।
এর আগে গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজ আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েল জব্দ করে। ওই জাহাজে গ্রেটা থুনবার্গসহ মোট ১২ জন মানবাধিকার কর্মী ছিলেন। তাদের সবাইকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছিল।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল ব্যারো জানিয়েছেন, জাহাজটিতে থাকা ছয়জন ফরাসি নাগরিকের মধ্যে একজন স্বেচ্ছায় ইসরায়েল ছাড়তে সম্মত হয়েছেন। বাকি পাঁচজন আদালতের মুখোমুখি হবেন। তিনি বলেন, "একজন স্বেচ্ছায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সে আজই ফিরবে। বাকি পাঁচজনকে জোরপূর্বক বহিষ্কারের প্রক্রিয়ার মধ্যে রাখা হবে।"
মঙ্গলবার ভোরে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মী দলটি তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্য বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছেছে। যারা বহিষ্কারের নথিপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানাবে, তাদের আদালতের সামনে হাজির করা হবে বলেও জানানো হয়েছে।
এই নৌযাত্রার উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরায়েলি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানো। জাহাজটিতে ফরাসি, জার্মান, ব্রাজিলিয়ান, তুর্কি, সুইডিশ, স্প্যানিশ এবং ডাচ কর্মীরা ছিলেন।
সূত্র: এএফপি
Comments