Image description

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এনিয়ে টানা পাঁচরাত ধরে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার রাতে পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা বরাবর কুপওয়ারা ও বারামুল্লা জেলার বিপরীত অঞ্চলগুলোতে এবং আখনুর সেক্টরে বিনা উস্কানিতে ছোট অস্ত্রের গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনাবাহিনীও এই উসকানির তাৎক্ষণিক জবাব দেওয়ার দাবি করেছে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানও ভারতের পাল্টা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এলওসি বরাবর উত্তেজনা বিরাজ করছে। 

এর আগে তুতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীত এলাকায় এলওসি বরাবর গত ২৬ ও ২৭ এপ্রিল রাতে পাকিস্তান সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনী গোলাগুলি করেছে।

সোমবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এবং পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সামরিক বাহিনীর প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। এরপর ভারতের সকল বাহিনীকে উচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেন ভারতের প্রধানমন্ত্রী।