
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা এখন তুঙ্গে। গতকাল শনিবার রাতেও পাকিস্তান ও ভারতের সেনারা নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গুলি চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, শনিবার রাতে পাকিস্তান সেনাবাহিনীর তুতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীতে অবস্থিত এলাকায় বিনা উস্কানিতে গুলিবর্ষণ শুরু করে। আমাদের সেনারাও উপযুক্ত ছোট অস্ত্র দিয়ে কার্যকরভাবে জবাব দিয়েছে।
গত ২২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছে ভারত।
Comments