Image description

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সময় রোববার (২৩ মার্চ) দেশটির নুয়েভো লিওন রাজ্যের পাহাড়ি এলাকা সান্তিয়াগোতে পিকআপ ট্রাক খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন বলছে, পিকআপ ট্রাকটিতে ১৬ জন যাত্রী ছিলেন।

এই দুর্ঘটনার ফলে বনে আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ২ হেক্টর জমি পুড়ে গেছে বলে জানা গেছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা হতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। এর আগে গত ১১ মার্চ মেক্সিকোর উত্তর ও দক্ষিণে দুটি হাইওয়ে দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়।