Image description

তাইওয়ানে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী টাইফুন কং-রে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। গাড়ির ওপর গাছ ভেঙে ৫৬ বছর বয়সী এক নারী নিহত হন। আহত হয়েছে ৭০ জনের বেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে তাইওয়ানের পূর্ব উপকূলে শক্তিশালী এই টাইফুন আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। 

কেন্দ্রীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুনের প্রভাবে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এটি ক্যাটাগরি–৪ হারিকেনে রূপ নিয়েছিল। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। পূর্ব উপকূলে কয়েক মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ছে। টাইফুন কং-রে’র জেরে ভূমিধস এবং আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্কতা দিয়েছে কর্তৃপক্ষ।

টাইফুনের প্রভাবে তাইওয়ানে অন্তত ৫০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ফেরি সেবাও বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ৫ লাখ গ্রাহক বিদ্যুতহীন হয়ে পড়েছেন। টাইফুন কং-রে এ বছরের জুলাইয়ের পর থেকে তাইওয়ানে আঘাত হানা তৃতীয় টাইফুন। 

এরই মধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল ও অফিস। গত বুধবার থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৮ হাজার ৬০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৩৬ হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে।