Image description

অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা তার স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে যৌতুক দাবি এবং দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগে মামলা করেছেন। বুধবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে তিনি এই মামলা করেন।

সানাইয়ের আইনজীবী মিঠুন সাহা জানান, তার স্বামী ২২ লাখ টাকা যৌতুক দাবি করেছেন। মামলায় বলা হয়েছে, ২০২২ সালের ২৭ মে বিয়ের সময় সানাইয়ের পরিবার থেকে বিভিন্ন আসবাবপত্র ও ১৫ ভরি স্বর্ণ দেওয়া হয়েছিল। এরপর আবূ সালেহ মূসা ব্যবসা করার জন্য সানাইয়ের কাছ থেকে আরও টাকা চান। সানাই নিজের জমানো ১২ লাখ এবং বাবার কাছ থেকে ৭ লাখ, মোট ১৯ লাখ টাকা তাকে দেন। কিন্তু তার স্বামী সেই টাকা নষ্ট করে ফেলেন।

অভিযোগ অনুযায়ী, আবূ সালেহ মূসা ব্যক্তিগত ঋণ শোধ করার জন্য সানাইকে জোর করে দেহব্যবসায় নামানোর চেষ্টা করেন। এরপর তিনি আবার ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন। সানাই তাতে রাজি না হওয়ায় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

মামলায় আরও বলা হয়েছে, গত বছরের ১৫ সেপ্টেম্বর মূসা সানাইকে নির্যাতন করে বাসা থেকে বের করে দেন এবং ২২ লাখ টাকা না দিলে সংসার করবেন না বলে জানান। তিনি অন্যত্র বিয়ে করার হুমকিও দেন। সানাইয়ের পরিবারের সঙ্গে কথা বলার সময়ও তিনি আবার যৌতুক দাবি করেন এবং তা না পেয়ে সংসার করবেন না বলে চলে যান।

সানাই মাহবুব তার স্বামীকে একাধিকবার লিগ্যাল নোটিশ পাঠিয়ে সংসার করার চেষ্টা করলেও মূসা তাতে সাড়া দেননি। সবশেষ তিনি সানাইয়ের বাসায় গিয়ে বলেন, যৌতুক না পেলে তিনি সংসার করবেন না।