
নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে টলিউডে। সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে দুজনের একসঙ্গে উপস্থিত হওয়ায় সেই জল্পনায় যেন নতুন মাত্রা যোগ হয়। এরপর পুরীতে একটি নতুন সিনেমার শুটিংয়ে গিয়ে দুজনের একান্ত সময় কাটানোর কথাও ছড়িয়ে পড়ে।
সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তোলা এক সেলফি ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যা শেয়ার করেছিলেন সুস্মিতা নিজেই। এরপর থেকেই প্রেমের গুঞ্জন আরও তীব্র হয়। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, এ বিষয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা চট্টোপাধ্যায় বলেন, আমরা খুব ভালো বন্ধু। অল্প সময়েই বেশ ক্লোজ হয়ে গেছি। তবে গুজব নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই।
অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায় রসিকতা করে বলেন, ২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে ঘিরে এত আলোচনা হচ্ছে, এটা ভেবে অবাক হচ্ছি। আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি, কিন্তু নিজেরা তো এখনকার মানুষ! একটু রিল্যাক্স করুন, একটা ছবি নিয়ে এত তোলপাড় করার কিছু নেই।
বর্তমানে সৃজিত-সুস্মিতা দুজনেই নিজেদের কাজ নিয়ে দারুণ ব্যস্ত। তবে সত্যি গুঞ্জনের ভেতর কিছু আছে, না কি সবটাই শুধুই বন্ধুত্ব—তা সময়ই বলে দেবে।
Comments